আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ২১ সেপ্টেম্বর
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গত ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বিচারক আরিফুর রহমান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক এনামুল হক ভুইয়া ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন।
মামলার বাদী আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা এইদেশ এইসময়কে বলেন- আদালত আরফিন রুমিকে আপোষনামা দাখিলের নির্দেশ দিয়েছেন। কিন্তু রুমি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে এ বিষয়ে কোন কথা বলেন নি। রুমির সাথে আমাদের কোন ধরণের সমঝতা হয়নি। শর্ত অনুযায়ী সন্তান আরিয়ানের নামে ২০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেয়ার কথা, রুমি সেটা করেন নি।
অন্যন্যা এইদেশ এইসময়ের কাছে দাবী করেন- “রুমি বাইরে এসে সবার কাছে বলে সে সমঝোতা করতে চাই। কিন্তু সমঝোতার কোন ইচ্ছাই তার নেই। নিজের সন্তানের কোন খবরও সে নেই না। একদিনও ফোন করে আরিয়ানের সাথে কথা বলে না।”
২০০৮ সালের ৪ এপ্রিলে বিয়ে হয় রুমি ও অনন্যার। তাদের সংসারে আরিয়ান নামের একটি পুত্র সন্তান রয়েছে। অনন্যার অভিযোগ – প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই ২০১২ সালে আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করেন রুমি।