বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জানা-অজানা » কেন পরকীয়া?

কেন পরকীয়া? 

ডেস্ক রিপোর্ট : পরকীয়ায় মজে প্রায়ই অঘটনের খবর আসে গণমাধ্যমে। আসলে এই পরকীয়ার ঘটনা যুগ যুগ ধরেই চলে আসছে। কেন পরকীয়া? এ নিয়ে গবেষণায় দেখা গেছে, চোখ ও মনের কিছু ভ্রমই এই সর্বনাশের কারণ। বেশির ভাগ পুরুষই মনে করেন তার প্রেমিকা বা স্ত্রীর তুলনায় তার বন্ধুর বা প্রতিবেশীর স্ত্রী বা প্রেমিকা অনেক বেশি আকর্ষণীয়। আর এই ধারণাই একজন পুরুষকে নিয়ে যায় পরকীয়ার পথে।

 

কেন অন্যের প্রেমিকা বা স্ত্রীকে বেশি আকর্ষণীয় মনে হয়, ব্যাখ্যা আছে তারও। নিজের স্ত্রী বা প্রেমিকার ক্ষেত্রে শারীরিক আকর্ষণ হারিয়ে ফেললেই সেই পুরুষ অন্যের প্রেমিকা বা স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করেন।
frf
আবার নিজের প্রেমিকা বা স্ত্রীকে বেশির ভাগ সময়ই একঘেঁয়ে বলেও মনে হয়। প্রেমিকা বা স্ত্রী যতই সুন্দরী হোক না কেন, পুরুষের মন ধরে রাখতে পারেন না। তাই স্ত্রী বা প্রেমিকাকেই দায়িত্ব নিতে হবে স্বামীর বা প্রেমিকের এই একঘেঁয়েমি কাটানোর।

এমনও দেখা যায়, একটি দম্পতি দীর্ঘদিন সুখে সংসার করছেন বা প্রেম করছেন। দেখে অনেক পুরুষ ভাবনায় পড়েন। তাদের মনে হতে শুরু করে, একজন মেয়েকে একজন পুরুষ কীভাবে এত দিন ধরে ভালোবেসে যাচ্ছেন? নিশ্চয়ই তার মধ্যে কিছু রয়েছে।

এরপর বারবারই মনে হতে শুরু করে ওই নারীর মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে, যা তার স্ত্রীর মধ্যে নেই। এভাবেও পরস্ত্রীর প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করেন পুরুষ।

ছেলেদের ক্ষেত্রে শৈশবে যেমন খেলনা বা জামা-কাপড় নিয়ে রেষারেষি থাকে, তা বড় হয়ে নারীভিত্তিক হয়ে ওঠে। বন্ধুর আছে আমার নেই— এমন মনোভাবও পরস্ত্রীর প্রতি আকর্ষণ জন্মায় পুরুষের।
নারীরা সব সময়ই পুরুষের মন জয় করতে চান, এটা স্বভাবজাত। এমনকি বিবাহিত পুরুষদেরও অনেক নারী নিজের ফাঁদে জড়িয়ে ফেলতে চান। অনেক সময় পুরুষ এমন নারীর পাতা ফাঁদেরও শিকার হয়ে যান।

গবেষণায় এমনও বলা হয়, দেখা গেছে বেশির ভাগ পুরুষই একটি প্রেম বা বিয়ের সম্পর্কে বেশি দিন থাকতে পারেন না। তারা জীবনভর সম্পর্ক রক্ষা করলেও মনে মনে হাঁপিয়ে ওঠেন। এ ক্ষেত্রে মানসিক ক্লান্তি দূর করতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হন পুরুষ।

অনেক সময় স্ত্রী বা প্রেমিকা থেকে প্রত্যাশা পূরণ না হলেও তারা অন্য নারীতে আকৃষ্ট হন। এ ক্ষেত্রে একজন পুরুষ এমন নারীর প্রেমে পড়েন, যারা প্রকৃত জীবনে সুখী।

পুরুষরা দায়বদ্ধতাকে সবচেয়ে বেশি ভয় পান। পরস্ত্রীর সঙ্গে প্রেম করলে দায়বদ্ধতা একেবারেই থাকে না। সেটাও পরস্ত্রীতে আকৃষ্ট হওয়ার আরেকটি বড় কারণ।

সেই ‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস’ এর মতো ওপারে সকল সুখ খুঁজতে গিয়ে অনেক পুরুষ জীবনটাকেই গ্লানির ভাগাড়ে নিয়ে ফেলেন।

তথ্যসূত্র : ইন্টারনেট

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone