বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আসাদ সরকার বিরোধীদের অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের

আসাদ সরকার বিরোধীদের অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের 

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে ফের ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আসাদ সরকার বিরোধীদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা সংক্রান্ত একটি বিল বুধবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখলে থাকা কট্টর সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যখন বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, তখনই আসাদ সরকারকে মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

frfr

আইএসও আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। তাই সিরীয় সরকার আইএস জঙ্গি দমনে একযোগ কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখান করেছে। এবার উল্টো সিরিয়ার সরকারবিরোধীদের অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। তবে এ সহায়তা আইএসের হাতে না যেতে পারে সে ব্যাপারে বেশ সর্তক রয়েছে যুক্তরাষ্ট্র।

ওবামার ওই পরিকল্পনায় আসাদ সরকার বিরোধীদের সাহায্যে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব করা হয়। বুধবার যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিক সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২৭৩-১৫৬ ভোটে পাস হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও প্রস্তাবটি খুব সহজে পাস হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone