বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হরতালের নামে নৈরাজ্য মেনে নেওয়া হবে না : রাঙ্গা

হরতালের নামে নৈরাজ্য মেনে নেওয়া হবে না : রাঙ্গা 

নিজস্ব প্রতিবেদক : হরতালের নামে ভাঙচুর, নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। জামায়াতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা হরতাল করেন ঠিক আছে; কিন্তু জ্বালাও-পোড়াও ভাঙচুর করলে সেটা মেনে নেওয়া হবে না। আইনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

214

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে ‘স্থানীয় সরকারকে অধিকতর শক্তিশালীকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন এ আলোচনাসভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে ৩ লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে- তাদের বিচার করতে গিয়ে আজ হরতালের সম্মুখীন হতে হচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার করতে না পারলে মুক্তিযোদ্ধার  সন্তানেরা এ দেশে স্বস্তিতে থাকতে পারবে না।

নির্বাচনের আগে বিএনপি জামায়াতের টানা হরতালে দেশ অনেক পিছিয়ে পড়েছিল- উল্লেখ করে তিনি বলেন, এতে অনেক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, অনেক ধনসম্পদ বিনষ্ট করা হয়েছে।

সংগঠনের সভাপতি লায়ন সালাম মাহমুদের সভাপতিত্বে এ আলোচনাসভায় উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (টিজেএফবি) সভাপতি রেদোয়ান খন্দকার, জাস্টিজ প্রিভেইল পার্টির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম কমল, এজাহিকাফের কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিম, সভাপতিমন্ডলীর সদস্য রফিকুজ্জামান প্রমুখ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone