বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » মেসির চোখ ধাঁধাঁনো ফ্রি-কিকে পিকে’র গোল

মেসির চোখ ধাঁধাঁনো ফ্রি-কিকে পিকে’র গোল 

ক্রীড়া ডেস্ক : টানা দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। যা ভক্তদের কাছে অনেকটা হতাশার। তবে এই দুই ম্যাচে বার্সার প্রাণভোমরা ছিলেন ভিন্ন ভূমিকায়। গোলের যোগানদাতা। একজন পাক্কা প্লেমেকার লিওনেল মেসি! লা লিগায় সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জয় পায় বার্সা।

Barcelona's Lionel Messi kicks a fault before scoring a goal against Athletic Bilbao during their La Liga soccer match at Camp Nou stadium in Barcelona

গোল দুটি করেছিলেন নেইমার। আর গোল দুটির নেপথ্যের কারিগর ছিলেন মেসি।এরপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে গোলের দেখা পাননি তিনি। তবে যে গোলে বার্সার জিতেছে সেটি মেসির কল্যাণ্যেই এসেছে। অনেকটা অপরিচিত ক্লাব হলেও অ্যাপোয়েল খারাপ খেলেনি। ২৮ মিনিট পর্যন্ত বার্সাকে গোলবঞ্চিত রেখেছে।এ সময়ে বার্সার খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকেল করে বসে সফরকারী দলে এক খেলোয়াড়। আর তাতে ফ্রি-কিক পায় বার্সা। যথারীতি শট নিতে আসেন লিওনেল মেসি।

চোখ ধাঁধাঁনো সেই ফ্রি-কিক থেকে হেড নেন জেরার্ড পিকে। বল জড়ায় অ্যাপোয়েলের জালে। এতে হাসি ফোটে বার্সা বস লুইস এনরিকের মুখেও।

এদিকে, চ্যাম্পিন্স লিগে ‘এডিজিরো এফ ৫০’ নামে নতুন বুট পায়ে মাঠে নেমেছিলেন মেসি। তবে বিশেষ দাগ কাটতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। গোলের দেখা না পেলেও নতুন বুটে মেসির ফ্রি-কিকটি নজর কেড়েছে ফুটবলভক্তদের।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone