মগবাজারে ট্রিপল মার্ডার : অস্ত্রসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৩-এর একটি দল। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাত ৮টায় মগবাজার ওয়্যারলেস গেটের ৭৮ নম্বর সোনালীবাগের বাসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রানু (৩২), বেলাল হোসেন (২২) ও মুন্না (২০)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় হোসেন (২৮) গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর রানুর ভাই কালা চাঁদ রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সন্ত্রাসী কালা বাবুকে প্রধান আসামি করা হয়। কালা বাবু পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
এর আগে ওই মামলায় ছয়জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ।