বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিরামহীন বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ

বিরামহীন বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ 

নিজস্ব প্রতিবেদক : শনিবার ভোর থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। বিভিন্ন রাস্তায় পানি জমায় কর্মজীবীরা পড়েছেন চরম বিপাকে। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হলেও ভোর থেক ঝরছে বিরামহীন। রাজধানীর অনেক রাস্তা পানির নিচে তলিয়ে গেছে।
বৃষ্টিতে কাকভেজা হয়ে রাস্তায় ছুটছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনও খুব কম লক্ষ্য করা যাচ্ছে। রিকশা চলাচল করলেও ভাড়া গুণতে হচ্ছে বেশি।

2163

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে বর্তমানে একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে  বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone