রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় গাড়ির ধাক্কায় সালমান রহমান সাগর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন বলে জানা গেছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সাগরের বাবা মুরাদ জানান, সাগর সোবহানবাগ মসজিদের পাশে একটি দোকানে কাজ করতেন। শনিবার সকালে তিনি বের হয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে, সাগর রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরাদ আরো জানান, তারা সপরিবারে ধানমন্ডির সোবহানবাগ এলাকায় বসবাস করেন। একমাত্র ছেলে সাগরকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।