শির নিশ্চয়তা সত্ত্বেও লাদাখে রয়েছে চীনা সৈন্য
ডেস্ক রিপোর্ট : চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও কাশ্মীরের লাদাখে দুই দেশের মধ্যে বিদ্যমান সীমানা রেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) লঙ্ঘন করে ভারতের অংশে এখনো অবস্থান করছে চীনা সেনারা।
শি জিনপিংয়ের ভারত সফরের প্রাক্কালে চীনের ১ হাজার সৈন্য ভারতের অংশে ঢুকে পড়েন। তারা ভারতের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে প্রবেশ করে সড়ক পথ নির্মাণের কাজ শুরু করেন বলে ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় ভারত সেখানে দেড় হাজার সৈন্য মোতায়েন করে। ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছে।
এদিকে ভারত সফরে এসে মোদির সঙ্গে শি জিনপিং বৈঠক করেন, যেখানে গুরুত্ব পায় সীমান্ত উত্তেজনা। সীমান্ত রেখা অতিক্রম করে ভারতের অংশে প্রবেশের জন্য জিনপিংয়ের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোদি। অবশ্য শেষ পর্যন্ত দুই নেতা সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে ঐকমত্যে পৌঁছান। কিন্তু একদিন পার হতে না হতেই পরিস্থিতি আবার উত্তেজিত হয়ে উঠেছে। সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে কোনো পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়নি।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন।