২০১৫ বিশ্বকাপের পর অবসরে যাবেন শহিদ আফ্রিদি
ডেস্ক রিপোর্ট : পাকিস্তান দলের তারকা ক্রিকেটারের নাম শহিদ আফ্রিদি। সম্প্রতি তাকে আবারো পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এই পদে তিনি থাকবেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। অধিনায়ক হিসেবে পাকিস্তান দলকে টি-টোয়েন্টিতে ভালো ফল এনে দিতে বদ্ধ পরিকর তিনি। তাই নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন ড্যাশিং এই অলরাউন্ডার। তার মধ্যে রয়েছে ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়া। যাতে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি গুরুত্ব দেয়া যায়।
আফ্রিদি এর আগে ২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘আমি ২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি। কারণ পাকিস্তান আমাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করেছে। এই পদে আমি ২০১৬ বিশ্বকাপের আগ পর্যন্ত থাকব। আসলে আমি টি-টোয়েন্টির উপর জোর দিতে চাই। একটি শক্তিশালী দল গঠন করতে চাই। যারা একের পর এক পাকিস্তানকে শিরোপা এনে দিতে পারবে।’ তিনি আরো বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কারণ, আমি সেটা উপভোগ করছিলাম না। আমার মনে হচ্ছিল টেস্ট খেলোয়াড় হিসেবে দলে আমি যথেষ্ট অবদান রাখতে পারছি না। আমি ওয়ানডে খেলতে পছন্দ করি। কিন্তু ২০১৫ বিশ্বকাপের পর বিষয়টি পুনঃরায় বিবেচনা করতে পারি।’