শাহরুখের মেয়ে যখন পাক্কা ফুটবলার !
ডেস্ক রিপোর্ট : বাবা রঙ্গমঞ্চে অভিনয় করেন। দর্শককের মত মাতানোর জন্য কত ঢং-ই করে থাকেন। তিনি আর কেউ নন, ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আর তার মেয়েও সেই অভিনয়ে মাতবেন, এমনটা ভেবে হয়তো সময় নষ্ট করছেন অনেকেই। কিন্তু এই পথের পথিক নন শাহরুখ-তনয়া সুহানা। তিনি এখন পাক্কা এক ফুটবলার। আপাতত ফুটবলই তার ধ্যানজ্ঞান।
কয়েক দিন আগে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই টুর্নামেন্টে রীতিমতো বল পায়ে কারিশমা দেখাচ্ছেন সুহানা। তার পরিচিতি এখন শাহরুখের মেয়ে বলে নয়, ফুটবলার হিসেবেই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। সুহানার প্রশংসা করতে গিয়ে এক দর্শক তো বলেই ফেললেন, ‘বেশ ভালো খেলেন সুহানা। ফরোয়ার্ড খেলোয়াড় হিসেবে তিনি দারুণ। গোল করতে পটিয়সী। তবে তার স্কুল দুই গোলে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে তুলে নেয়া হয় সুহানাকে। হয়তো আগামী ম্যাচের জন্য তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি স্কুলের ফুটবল কর্তারা!’