কবরীর সঙ্গে ফেরদৌস ও মাহি
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহি একসাথে প্রথমবার কোনো টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। ‘প্রজন্মের তারকা’ নামে এই অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে বিএফডিসি’র ৩ নম্বর ফ্লোরে।
এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে একসাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈদের একটি অনুষ্ঠানের জন্য। যেন দর্শকরা চলচ্চিত্রের তিনটি সময়ের গল্প জানতে পারেন। এই তিনজনের সাথে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
ঈদ-উল-আযহা’র বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।