বিলাওয়ালের হুমকিতে উত্তপ্ত ভারত
ডেস্ক রিপোর্ট : ‘কাশ্মীরের এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না’- পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনিজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর এমন হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। বিলাওয়ালের এহেন হুমকির প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন ভারতের রাজনীতিকরা।
বিলাওয়ালের এই দুঃসাহসিক হুমকির জবাবে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা সুব্রামানিয়ান স্বামী বলেছেন, ‘পাকিস্তানকে যেকোনো সময় ধ্বংস করে দিতে সক্ষম ভারত। কিন্তু ভারত যুদ্ধ চায় না। তাই তারা রক্ষা পেয়ে যাচ্ছেন।’
পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন ভারতের প্রভাবশালী অর্থনীতি ও সাবেক জনতা পার্টির প্রেসিডেন্ট সুব্রামানিয়ান স্বামী। তিনি বলেন, ‘বিলাওয়ালের বক্তব্য অপরিপক্ক।’উল্লেখ্য, ২০১১ সাল থেকে জনতা পার্টি বিজেপির সঙ্গে একীভূত হয়। এখন তিনি বিজেপির নেতা হিসেবে পরিচিত।
শনিবার কাশ্মীর ইস্যুতে বিলাওয়াল বলেন, ‘ভারতের কাছ থেকে সমগ্র কাশ্মীর ফিরিয়ে আনবই। এর এক ইঞ্চি মাটিও ছাড়ব না। কারণ কাশ্মীর পাকিস্তানের, ভারতের নয়।’বিলাওয়ালের এ বক্তব্যের প্রতিবাদে সুব্রামানিয়ান বলেন, ‘পাকিস্তানকে শেষ করে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। কিন্তু ভারত যুদ্ধ চায় না।’রাজনৈতিক দল হিসেবে পিপিপি অসাম্প্রদায়িক চরিত্রের। আদর্শগতভাবে দলটি ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। কিন্তু বিলাওয়াল বিতর্কিত মন্তব্য করে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই যেন প্রকাশ করলেন। এমনটিই মনে করেন সুব্রামানিয়ান স্বামী।তিনি বিলাওয়ালের বক্তব্যকে তাই দায়িত্বহীন ও অসার বলে অভিহিত করেছেন।ইংরেজি শব্দ ‘ইমম্যাচিউর’ এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই শব্দটি দিয়ে আমি বোঝাতে চাই, রাজনীতিতে বিলাওয়ালের কোনো অভিজ্ঞতা নেই।’ সুব্রামানিয়ান স্বামী বলেন, ‘কাশ্মীর কখনো পাকিস্তানের ছিল না, থাকবেও না। কাশ্মীর ভারতের সঙ্গেই অঙ্গীভূত থাকবে।’
তথ্যসূত্র : জি নিউজ অনলাইন।