বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » গণতন্ত্র রক্ষায় মমতাকে পাশে চান খন্দকার মাহবুব

গণতন্ত্র রক্ষায় মমতাকে পাশে চান খন্দকার মাহবুব 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।রোববার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ‘ল’ টাইমস আয়োজিত ভিসা এবং সর্বোচ্চ সাজাবিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

poi

খন্দকার মাহবুব হোসেন

সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অসিত বরণ বসু।

অসিত বরণ বসুকে উদ্দেশ করে মাহবুব বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মমতা ব্যানার্জিকে পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র রক্ষায় ভারতের হস্তক্ষেপ নয়, আমাদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি, মমতা ব্যানার্জিসহ ভারত সরকার তথা ভারতের জনগণ আমাদের পাশে থাকবে।’

বাংলাদেশ ল টাইমস আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশেক মোমিন। সেমিনারে  ল অন ক্যাপিটাল পানিশমেন্টবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাক্তন বিচারপতি মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone