নাচের তালে তুফান তুললেন দীপিকা
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা হ্যাপি নিউ ইয়ার-এর ‘লাভলি’ শিরোনামের গানটি। এই গানের নাচে যৌন আবেদনে ভরপুর বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। এই চলচ্চিত্রের ‘মোহিনী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। নৃত্যের তালে তালে দীপিকার শরীর যেন পর্দায় তুফান তুলেছে।
গানের দৃশ্যে ‘মোহিনী মোহিনী’ কোরাস মনে করিয়ে দিচ্ছে মাধুরী দীক্ষিতের ‘এক দো তিন’ গানের কথা। জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় মাধুরীর ওই গানের নৃত্য মাদকীয়তা ছড়িয়েছিল দর্শকদের মনে।
এছাড়া হ্যাপি নিউ ইয়ার সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ, দীপিকা, অভিষেক বচ্চন, সোনু সুদ,ভিভান শাহ এবং বোমান ইরানির মতো তারকারা।