সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে খেলবেন মেসি
ডেস্ক রিপোর্ট : ১১ অক্টোবর ‘আমেরিকার সুপার ক্লাসিকোতে’ মুখোমুুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে গেল সপ্তাহে ২২ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। এবার ১৯ সদস্যের দল ঘোষণা করল আর্জেন্টিনা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলতে না পারলেও ব্রাজিলের বিপক্ষে খেলবেন তিনি।তবে আবারো উপেক্ষিত হয়েছেন জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা কার্লোস তেভেজ। গেল তিন বছর ধরে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা হচ্ছে না তার।
ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে টাটা মার্টিনো দলে পাননি সাবেক বিশ্বসেরা খেলোয়াড় মেসিকে। ওই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা ৪-২ গোলে জিতেছিল। অন্যদিকে নতুন কোচ কার্লোস দুঙ্গার তত্ত্বাবধানে ইতিমধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। অবশ্য দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।
১১ তারিখের ম্যাচে লিওনেল মেসির হাতে যেমন আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তেমনি নেইমারের হাতে থাকবে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড। দারুণ এক লড়াই দেখার প্রতীক্ষায় ফুটবল বিশ্ব।
আর্জেন্টিনার স্কোয়াড :
গোলরক্ষক : সার্জিও রোমেরো ও নাহুয়েল হুজমান
রক্ষণভাগ : মাতেও মুসাচিও, পাবলো জাবালেতা, মার্টিন ডেমিচিলিস, মার্কোস রোহো, সান্তিয়াগো ভার্জিনি ও ফেদেরিকো ফার্নান্দেজ।
মাঝমাঠ : জাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, জাভিয়ের পাস্তোরে, রবার্তো পেরেইরা, অ্যাঙ্গেল ডি মারিয়া, এরিক লামেলা, এনজো পেরেজ ও নিকোলাস গাইতান।
আক্রমণভাগ : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েন।
ব্রাজিলের স্কোয়াড :
গোলরক্ষক : জেফারসন ও রাফায়েল।
রক্ষণভাগ : মারিও ফার্নান্দেজ, দুদো, দানিলো, ফিলিপে লুইস, ডেভিড লুইস, মার্কুইনহোস, গিল ও মিরান্ডা।
মাঝমাঠ : লুইস গুস্তাভো, ইলিয়াস, ফার্নানদিনহো, রামিরেস, উইলিয়ান, ফিলিপে কাউতিনহো, অস্কার ও রিকার্ডো গুলার্ট।
আক্রমণভাগ : এভারটন রিবেইরো, রবিনহো, নেইমার ও দিয়েগো তার্দেলি।