বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হুমায়ূন আহমেদের মায়ের ইন্তেকাল

হুমায়ূন আহমেদের মায়ের ইন্তেকাল 

নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজ আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

h
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি কিডনি রোগ ও বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছিলেন। গত ১২ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় আয়েশা ফয়েজকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বাদ জোহর পল্লবীতে ছেলে আহসান হাবীবের বাসার পাশের মসজিদে মরহুমার নামাজে জানাজা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে নেত্রকোনার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৩০ সালের ২৩ মার্চ আয়েশা ফয়েজ জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে তার স্বামী ফয়জুর রহমান শহীদ হন ।
তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবীবের মা। তার নিজের লেখা একটি বইও রয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone