সরকার প্রেস কাউন্সিল এ্যাক্টের খসড়া প্রত্যাখ্যান করেছে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার প্রেস কাউন্সিল এ্যাক্ট সংক্রান্ত খসড়া প্রত্যাখ্যান এবং নতুন করে খসড়া প্রণয়নের জন্য তা প্রেস কাউন্সিলে ফেরত পাঠিয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট সকলের সংগে আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তথ্যমন্ত্রী আজ তার বাসভবনে বাসস’র সংগে আলাপকালে এ কথা বলেন।
নতুন করে আইন প্রনয়ণের প্রয়োজনীতা সম্পর্কে মন্ত্রী বলেন, এই দাবি সংশ্লিষ্টদের। তারাই এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপ-সাংবাদিকতা থেকে জনগণেকে রক্ষার জন্যই প্রেস কাউন্সিল গঠিত হয়েছে।
ইনু বলেন, উন্নয়নশীল কোন দেশের জন্য আইন হালনাগাদকরণ একটি চলমান প্রক্রিয়া।