প্রসূতি মায়ের মৃত্যু হার শূণ্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে আরো পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রপতির আহ্বান
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ প্রসূতি মায়ের মৃত্যু হার শূণ্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে আরো পদক্ষেপ নেয়ার প্রয়েজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
নগরীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবসটেরিক্যাল এ- গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) আয়োজিত ৪১তম বার্ষিক সাধারণ সভা এবং ২৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠানে বক্তৃতাকালে রাষ্ট্রপতি বলেন, ‘বিশেষ করে গ্রামের ও প্রত্যন্ত এলাকার অনেক দরিদ্র্য ও অশিক্ষিত মা জানেন না যে কোন ধরনের স্বাস্থ্য সেবা সহজে পাওয়া যাচ্ছে। আমাদেরকে তাই লোকজনকে প্রসূতি সেবা কর্মসূচির অধীনে নিয়ে আসার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে।’
তিনি আরো বলেন, স্বাস্থ্যবান ও শিক্ষিত মা ছাড়া সমৃদ্ধ জাতি গঠন করা যায় না। কারণ, স্বাস্থ্যবান মা স্বাস্থ্যবান শিশুর জন্ম দিতে পারেন যারা ভবিষ্যতে জাতি গঠনে অবদান রাখতে পারবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে শিশু মৃত্যুর হার হ্রাস পেলেও গ্রামাঞ্চলে এখনও নবজাতক ও শিশু মৃত্যুর হার তুলানামূলকভাবে বেশি। তিনি আরো বলেন, চিকিৎসকদের মতে অনেক শিশু অপুষ্টি, বাল্য বিবাহ, শ্বাসতন্ত্রের প্রদাহ ও ডায়রিয়ার কারণে মারা যায়।
তিনি বলেন, শিশুদের অকাল মৃত্যু রোধ করার লক্ষ্যে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি প্রতিরোধ করার মতো সংক্রামক রোগ-ব্যাধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ওজিএসবি সভাপতি অধ্যাপক লতিফা শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক পারভীন ফাতেমা অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।