বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ৬ অক্টোবর সোমবার পবিত্র ঈদুল আযহা

৬ অক্টোবর সোমবার পবিত্র ঈদুল আযহা 

নিজস্ব প্রতিবেদক :পবিত্র ঈদুল আযহা আগামী ৬ অক্টোবর। আজ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশের কোথাও জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল জিলক্বদ মাসের শেষ দিন গণনা করা হবে।

uu
আর ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৬ অক্টোবর সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
সভা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজউদ্দিন আহমাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল¬াহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ যিলক্বদ ১৪৩৫ হিজরি, ১০ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ, ২৫ সেপ্টেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যা ৬-১৫ মিনিটে বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি।
এমতাবস্থায়, আগামীকাল ১১ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ, ২৬ সেপ্টেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ শুক্রবার থেকে জিলহজ্ব মাস গণনা শুরু হচ্ছে না। জিলহজ্ব মাস গণনা শুরু হবে ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে।
তাই, আগামী ১০ জিলহজ্ব ১৪৩৫ হিজরি, ২১ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ, ৬ অক্টোবর ২০১৪ খ্রিস্টাব্দ সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone