গত ২৪ ঘন্টায় ৭০ হাজার সিরীয় কুর্দী তুরস্কে পালিয়েছে : জাতিসংঘ
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের অভিযানের প্রেক্ষিতে গত শুক্রবার থেকে দেশটির কমপক্ষে ৭০ হাজার কুর্দী নাগরিক তুরস্কে পালিয়ে গেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোববার এ খবর জানিয়েছে।
তুরস্কে ঢোকার জন্য গত ২০ সেপ্টেম্বর দেশটির সানলিয়ার্ফা প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সুরাক শহরের সীমান্তের কাছে সিরীয় কুর্দীদের অপেক্ষা করতেও দেখা যায়।
ইউএনএইচসিআর জানায়, গত ২৪ ঘন্টায় প্রায় ৭০ হাজার সিরীয় কুর্দী তুরস্কে পালিয়ে এসেছে। আর পালিয়ে আসা সিরীয় কুর্দীদের ত্রাণ সহায়তা জোরদার করেছে ইউএনএইচসিআর।
সিরিয়ার আইন আল-আরব শহর জিহাদিদের দখলমুক্ত রাখার চেষ্টায় কুর্দী যোদ্ধাদের সাথে আইএস জঙ্গিদের ব্যাপক সংঘর্ষের প্রেক্ষাপটে তারা তুরস্কে পালিয়েছে।
সিরিয়ায় কুর্দী অধ্যুষিত তৃতীয় বহত্তম শহর হল আইন আল-আরব। সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশের এ শহরের সাথে তুরস্কের সীমান্ত রয়েছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস যোদ্ধারা এখন এই শহরের কৌশলগত সীমান্তের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে রয়েছে।
জিহাদিরা এই শহর দখলে নিতে গত মঙ্গলবার অভিযান শুরু করে। কুর্দী মিলিশিয়ারা শহর রক্ষায় প্রানপণ লড়ে যাচ্ছে। যুদ্ধে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ২৭ কুর্দী মিলিশিয়া প্রাণ হারিয়েছে। আইএস’র কমপক্ষে ৩৭ যোদ্ধা নিহত হয়েছে।