নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তনের পক্ষে প্রধানমন্ত্রী কি ?
ইন্টারন্যাশনাল ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি সোমবার জানিয়েছেন, নির্বাচনে জয়লাভের পর তিনি দেশটির জাতীয় পতাকা পরিবর্তনের ওপর গণভোটের আয়োজন করবেন।
মধ্যডানপন্থী এই নেতা জানান, তিনি বর্তমান পতাকা বহাল থাকবে কিনা সে ব্যাপারে আগামী বছর গণভোটের আয়োজন করতে চান।
নিউজিল্যান্ডের পতাকার এক কোনায় দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের ইউনিয়ন জ্যাক রয়েছে। খবর এএফপি’র।
বাণিজ্যিক বেতার কেন্দ্র রেডিও লাইভে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি চাই এ বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হোক।’
তিনি আরো বলেন, ‘আমি এই পরিবর্তনের একজন বড় সমর্থক। আমি মনে করি এই পরিবর্তনের পক্ষে শক্তিশালী যুক্তি রয়েছে।’
এর আগে কি জানিয়েছিলেন, তিনি একটি নতুন জাতীয় পতাকার পক্ষে। পতাকাটিতে কালো পটভূমিতে জাতীয় গাছ ফার্নের একটি রূপালী পাতা রয়েছে।
নতুন পতাকার সমর্থক হওয়া সত্ত্বেও কি’র সঙ্গে ব্রিটেনের রাজ পরিবারের বন্ধন অটুট রয়েছে।
তৃতীয় মেয়াদে জয়লাভের জন্য তার ভোটের সংখ্যা বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।