ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা প্রত্যাখ্যান করলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক
ডেস্ক রিপোর্ট : ইনজুরির কারণে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিযা অধিনায়ক মাইকেল ক্লার্ক। বার বার ইনজুরিতে পড়ার কারনে ক্লার্ক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়। তবে ক্লার্ক বলেছেন তিনি বরং ওয়ানডে ক্রিকেটের প্রতিই বেশি আগ্রহী।
ক্রিকেট এইউ ডট কমকে ক্লার্ক বলেন, ‘আমি জানি অনেকেই বলাবলি করছে, আমার ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া উচিত কিংবা কতদিন আমি এটা চালিয়ে যেতে পারব। কিন্তু ১৭ বছর বয়স থেকেই আমার পিঠে সমস্যা রয়েছে এবং আমার ক্যারিয়ারের ১০৫ টেস্টেও মধ্যে আমি কেবলমাত্র একটি ম্যাচ মিস করেছি।’
ক্লার্ক আরো বলেন, ‘আমি অল্প কয়েকটা ওয়ানডেও মিস করেছি। কিন্তু আজ পর্যন্ত আমি বড় কোন টুর্নামেন্ট মিস করিনি। এটা সর্বোচ্চ পর্যায়ে খেলারই একটা অংশ। আপনি ইনজুরিতে পড়বেন কিন্তু আপনি মাঠে ফেরার জন্য কাজ করছেন এটা কেবলমাত্র তারই নিশ্চয়তার একটা ব্যপারমাত্র। যে কারনে আমি এখনো সে কাজটা করছি এবং এটা খেলে আমি যে ভালবাসা পেয়েছি, তাতে অবসর নেয়ার কোন কারণ আমি দেখছি না।’
ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্লার্ক। টেস্ট দলের বাকি সদস্যদের আগেই তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘দীর্ঘ ভ্রমণের কারণে আমার সমস্যাটা বেড়ে যায়। তাই আমি মনে করছি দলের বাকি সদস্যদের চেয়ে দুই দিন আগে সেখানে গেলে আমার জন্য ভাল হবে এবং ভ্রমণ ক্লান্তি কাটিয়ে উঠে আমি শুরুটা ভাল করতে পারব।
‘সুতরাং নিজকে পুরোপুরি ফিট রাখার জন্য আমি ৩০ সেপ্টেম্বর রাতে বিমানে চড়ব এবং যদি মনে করি (প্রথম টেস্টেও আগে) ফিট হতে পারবনা তাহলে বিমানে চড়বনা।
‘সব কিছু মিলিয়ে আমি নিজকে ফিট মনে করছি এবং আমার মনেই হচ্ছেনা যে আমার বয়স ৩৩ বছর। সুতরাং এখনো অনেক ক্রিকেট খেলার মত শারিরীকভাবে আমি ফিট।’