অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে পাকিস্তান দলে নেই ইউনিস খান
ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে জায়গা পেলেন না ফর্মে না থাকা অভিজ্ঞ ইউনিস খান।
সাবেক অধিনায়ক মঈন খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) নির্বাচক কমিটি দুবাইতে ৫ অক্টোবর এক মাত্র টি-২০ এবং তিনটি ওয়ানডের জন্য পৃথক দল ঘোষণা করেন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
ওয়ানডে ফর্মেটে দীর্ঘ দিন যাবত ফর্মে না থাকা ৩৬ বছর বয়সী ইউনিস সর্বশেষ ২০০৮ সালে সেঞ্চেুরির দেখা পান।
দীর্ঘ ১৭ মাস পর গত মাসে শ্রীলংকা সফরের ওয়ানডে দলে রাখা হয়েছিল ইউনিসকে। কিন্তু ভাইপোর মৃত্যুর কারনে সফর শেষ না করেই দেশে ফিরতে বাধ্য হওয়া এ তারকা খেলোয়াড় এক ম্যাচে মাত্র তিন রান করতে সক্ষম হন।
মঈন খান বলেন, ‘ইউনিসের দরজা আমরা বন্ধ করে দেইনি। কিন্তু নির্বাচিত খেলোয়াড়রা ভাল পারফর্ম করতে না পারলে সব সময়ই পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে।’
অবৈধ বোলিং এ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষিত অফ স্পিনার সাঈদ আজমলের বিকল্প কাউকে খুঁজে পাওয়াটাই ছিল নির্বাচকদের জন্য বড় চ্যালেঞ্জ।
তিন ফর্মেটেই গত কয়েক বছর যাবত পাকিস্তানের বোলিং আক্রমণকে বলতে গেলে একাই টেনে নিয়েছেন আজমল এবং এখনো ওয়ানডে র্যাংকিংয়ে বিশ্বের সেরা বোলার তিনি।
মঈন বলে অনেক কিছু বিবেচনা করার পর আজমলের বিকল্প হিসেবে বাঁ-হাতি স্পিনার রাজা হাসানকে দলে নেয়া হয়েছে।