ফাইনালে কেভিতোভার প্রতিপক্ষ বাউচার্ড
ডেস্ক রিপোর্ট : উহান ওপেন টেনিস টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবেন তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও ষষ্ঠ বাছাই কানাডার ইউজনি বাউচার্ড। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কেভিতোভা হারিয়েছেন ইউক্রেনের অবাছাই এলিনা সিতোলিনাকে।
আর দ্বিতীয় সেমিতে অষ্টম বাছাই ডেনমার্কের ক্যারেলিন ওজনিয়াকিকে হারের স্বাদ দেন বাউচার্ড।
মাত্র একদিন আগেই টেনিস অঙ্গনে সবাইকে চমকে দেন সিতোলিনা। সপ্তম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে হারের লজ্জা দিয়ে সেমিফাইনালে নাম লেখান ২০ বছর বয়সী সিতোলিনা। তাই সেমির ম্যাচেও সিতোলিনার চমকের অপেক্ষায় ছিলো তার ভক্তরা। কিন্তু শেষ চারের লড়াইয়ে নিজের ঝলক দেখাতে পারেননি তিনি। কেভিতোভার কাছে দু’সেটেই হেরে হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সিতোলিনা।
প্রথম সেট থেকেই নিজের আধিপত্য বিস্তার করে খেলেন কেভিতোভা। তাই বেশ সহজেই উদ্বোধনী সেট জিতে ম্যাচে লিড নেন তিনি। প্রথম সেটের স্কোরলাইন ছিলো ৬-৩। দ্বিতীয় সেটেও অপ্রতিরোধ্য ছিলেন কেভিতোভা। তবে ঘুঁেড় দাড়ানোর চেষ্টা করেছিলেন সিতোলিনা। কিন্তু কেভিতোভার দৃঢ়তার কাছে হার মানেন সিতোলিনা। ফলে ৭-৫ গেমে দ্বিতীয় সেট জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন কেভিতোভা।
অন্য সেমিতে বাউচার্ড ও ওজনিয়াকির মধ্যে লড়াইটা খুব একটা জমেনি। এক পেশে পরিণত হওয়া ম্যাচটি ৬-২ ও ৬-৩ গেমে জিতে বাউচার্ড। ফলে ফাইনালে কেভিতোভার প্রতিপক্ষ হিসেবে নিজের নাম লেখান বাউচার্ড।