নিষিদ্ধ ঘোষিত বোলার সেনানায়েককে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড
ডেস্ক রিপোর্ট : সংশোধন কালে বোলিং এ্যাকশনে প্রভুত উন্নতি সাধিত হওয়ার দাবী করে নিষিদ্ধ ঘোষিত অফ স্পিনার স্বাচিত্রা সেনানায়েককে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়েছে বলে গতকাল জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
এসএলসির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে সেনানায়েক কাজ করেছে এবং ‘প্রভুত উন্নতি হয়েছে’ এবং নিজের বোলিং এ্যাকশন নিয়ে তার কোচদের সঙ্গে কাজ করছেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়মানুযায়ী পুনরায় এ বোলারের ক্রিকেটে ফেরার জন্য তাৎপর্যপুর্ন পদক্ষেপ হিসেবে একই সময়ে আগামী মাসে শুরু হওয়া স্থানীয় মার্কেন্টাইল টুর্নামেন্টে এসএলসি তাকে খেলার অনুমতি দেবে।
আইসিসি নিয়মানুসারে নিজস্ব বোর্ডের অনুমোদনক্রমে এবং তত্বাবধানে একজন সাময়িক নিষিদ্ধ ঘোষিত বোলার ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে।
গত মে মাসে শ্রীলংকা দলের ইংল্যান্ড সফরকালে সেনানায়েকের সন্দেহজনক বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয় এবং পরীক্ষায় বোলিং করার সময় তার হাত ১৫ ডিগ্রির বেশি বাকিয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পর জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ হওয়ার আগে শ্রীলংকার হয়ে ৩৭ ওয়ানডে খেলে ৪০ উইকেট শিকার করেন সেনানায়েকে। এ ছাড়া ১৭ টি-২০ ম্যচেও তিনি ১৮ উইকটে পেয়েছেন।