কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে স্পিকারের ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিবেদক : ৬০তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সকালে ক্যামেরুনের রাজধানী ইয়ান্ডি’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
কমনওয়েল্থ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নেয়ার পর তিনি জেনেভায় ১৩১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দেবেন।
আজ জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা বলা হয়।
৬০তম সিপিএ সম্মেলনে যোগদানকারী সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যগণ হলেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, আইপিইউ সদস্য ইমরান আহমেদ এমপি, কমনওয়েল্থ ওমেন পার্লামেন্টারিয়ান স্টিয়ারিং কমিটি’র সদস্য সাগুফতা ইয়াসমিন এমপি এবং ওয়ারেসাত হোসেন বেলাল এমপি।
সকালে জাতীয় সংসদের স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সিপিএ’র ৬০তম কমনওয়েল্থ পার্লামেন্টারি সম্মেলন এ বছর ২ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ক্যামেরুনের রাজধানী ইয়ান্ডিতে এবং আইপিইউর ১৩১-তম এসেম্বলি ১২ থেকে ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল সম্মেলন দু’টিতে অংশ নেবে।