বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আগামী কাল মহাসপ্তমী

আগামী কাল মহাসপ্তমী 

নিজস্ব প্রতিবেদক :   সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস এবং ষষ্ঠী পুজার মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব আজ শুরু হয়েছে। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠী পুজা। আগামী কাল মহাসপ্তমী।

x
সকাল থেকেই চন্ডিপাঠে মুখরিত ছিল রাজধানী ঢাকাসহ দেশের সব মন্ডপ। ঢাকের বাদ্য আর আর শংখের ধ্বনীতে ভিন্ন মাত্রার যোগ হয় । সকালে ভক্তদের উপস্থিতি কম দেখা গেলেও বিকালে পুজা অনুষ্ঠানের সময়ে ভিড় বাড়তে থাকে। সন্ধায় বিভিন্ন মন্ডপে আলোক সজ্জায় সাজানো হয়। রামকৃষ্ণ মিশনে এ উপলক্ষে সারাদিন পুজাঅর্চনা , ভজনসংগীত এবং রাতে আরাত্রিক অনুষ্ঠিত হয়।
আগামীকাল সপ্তমী পুজা অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪০ মিনিটে। সপ্তমীতিথি দিবা ১০/৪৯/৩ পর্যন্ত। এসময় শারদীয় দুর্গাদেবির নবপত্রিকা প্রবেশ, সপ্তম্যদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজাপ্রশস্তা। রাত্রী ১১টা ৩০ থেকে ১২টা ২১ মিনিটের মধ্যে দেবী দূর্গার অর্ধরাত্রী পুজা অনুষ্ঠিত হবে।
এ বছর সারা দেশে ২৮ হাজার ৪শ ৫৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । গত বছর এ সংখ্যা ছিল ২৭ হাজার ৮শ ৫৮ । রাজধানী ঢাকায় মন্ডপের সংখ্যা ২শ ২১টি।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার নৌকায় চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) এসেছেন। এতে বসুন্ধরা সুজলা সুফলা ও শস্যপূর্ণা এবং জল বৃদ্ধি পাবে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায় নেবেন ঘোটকে চড়ে। যার ফলে জগতে রোগ শোক হানাহানি-মারামারি বাড়বে। তবে অন্য একটি মতে দেবী দোলায় গমন করবেন। এবার নবমী এবং দশমী একই দিনে পরায় অনেকে শুক্রবার দেবীর বিসর্জন দেবেন। দোলায় গমনে মড়ক ব্যাধি বাড়বে।
পূরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে এ পূজার আয়োজন করায় এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়।
রাবণের হাত থেকে সীতাকে উদ্ধারে যাত্রার আগে শ্রীরাম চন্দ্র দুর্গাপূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবশ্যা তিথিতে। এ জন্যই দেবীর শরৎকালের এ পূজাকে অকাল বোধনও বলা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone