আবারও জাতীয় দলে কাকা
ক্রীড়া ডেস্ক : এক সময় ব্রাজিলের অন্যতম ভরসা ছিলেন রিকার্ডো কাকা। বয়স বেড়ে যাওয়ার সঙ্গে তার পারফরম্যান্সেও ভাটা পড়তে শুরু করে। তাই অনেক দিন জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। ছিলেন না ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে স্কলারির স্কোয়াডেও। তবে কাকার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন সদ্য প্রাক্তন কোচ। এরপর দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন কার্লোস দুঙ্গা। দায়িত্ব নেওয়ার পর স্কোয়াডে বেশ পরিবর্তন এনেছেন।
আসন্ন এশিয়া সফরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেন দুঙ্গা। তার প্রাথমিক ও চূড়ান্ত দলে ছিলেন না কাকা। তবে রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই তারকার কপাল খুলেছে রিকার্ডো গুলার্তের ইনজুরির কারণে। তাই আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গুলার্তের জায়গায় কাকাকে আবারও জাতীয় দলে ডাক দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। এখন ব্রাজিল ভক্তরা পুরোনো কাকাকে নতুন ভাবে দেখাতে চাইবেন। তাহলে ব্রাজিলও ফিরবে সাম্বার ছন্দে।