বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বোমা বিস্ফোরণের বিষয়ে তথ্য দেবে ভারত

বোমা বিস্ফোরণের বিষয়ে তথ্য দেবে ভারত 

ডেস্ক রিপোর্ট : ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের বিষয়ে বাংলাদেশকে তথ্য দেবে ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন এ কথা বলেন।   সম্মেলনে বিস্ফোরণ নিয়ে ভারতের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানতে চেয়েছে কি না- প্রশ্ন করা হলে সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘এটা ঠিক যে বর্ধমান বিস্ফোরণ নিয়ে বাংলাদেশ যাবতীয় তথ্য জানাতে ভারতের কাছে অনুরোধ করেছে। সেই অনুরোধ অনুযায়ী সরকার বিভিন্ন সংস্থাকে (তদন্তকারী) তথ্য জোগাড় করতে বলেছে। তথ্যাদি পাওয়ার পর তা ভারতের বন্ধু প্রতিবেশীকে জানানো হবে।’

boma

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে গত ২ অক্টোবর বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়ে ভারতের কাছে বিস্তারিত তথ্য চাওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।   ভারতের পত্রিকার খবরে বলা হয়েছে, বর্ধমানে বিস্ফোরণে নিহত ব্যক্তিরা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে সন্দেহ করছেন ভারতীয় গোয়েন্দারা। বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়। এ ঘটনায় আটক দুই নারী জানিয়েছেন, সেখানে বোমা তৈরি করে তারা নিয়মিত বাংলাদেশে পাঠাতেন।   পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি আসলে কী ঘটেছিল, সেখানে কোনো বাংলাদেশি জড়িত ছিল কি না এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য ভারতের কাছে জানতে চেয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone