গার্লফ্রেন্ডকে খুন করে শরীরের বিভিন্ন অংশ রান্না !
ডেস্ক রিপোর্ট : চরম নিষ্ঠুরতার উদাহরণ তৈরি করল এক অস্ট্রেলিয়ান শেফ। নিজের ভালবাসাকে খুন করেই রান্না করল সে। অবাক করা অস্ট্রেলিয়ান শেফের নাম মারকাস ভল্ক। বয়স ২৮। পুলিশের দাবি, নিষ্ঠুর মারকাস তার গার্লফ্রেন্ডকে খুন করে শরীরের বিভিন্ন অংশ রান্না করেছে। এরপর নিজেও আত্মঘাতী হয়েছে।
প্রতিবেশীরাই প্রথম আবিস্কার করে মারকাসের এই নৃশংস অপকাণ্ড। রান্না করা মাংসের অদ্ভুত গন্ধ পেয়ে তারা তল্লাশি চালায় মারকাসের রুমে। প্রতিবেশীদের দেখে মারকাস পালিয়ে গেলেও রান্না ঘরে নৃশংস দৃশ্য দেখে হতভম্ব তারা। দেখে, রান্না করা নরমাংস রয়েছে একটি পাত্রে। রান্নাঘরে ময়লা ফেলার ডাস্টবিনের মধ্যে রয়েছে দেহের বাকি অংশ। ৪ অক্টোবর রাতে ব্রিসবেনের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটান মারকাস।
এক প্রতিবেশী জানান, ‘কয়েকদিন ধরেই একটা গন্ধ পাচ্ছিলাম। মনে হয়েছিল কুকুরকে খাবারের কোনও গন্ধ।’ তবে মারাত্মক পচা গন্ধে অসহ্য হয়ে পড়েন প্রতিবেশীরা।
আর মারকাস পালিয়ে তার অ্যাপার্টমেন্টের কাছাকাছি একটা জায়গায় ছুরির আঘাতে আত্মহত্যা করেন। তবে মারকাসদের গভীর ভালবাসা কীভাবে নৃশংস হয়ে উঠল তা এখনও জানতে সমর্থ হয়নি পুলিশ।
মারকেসের খুন হওয়া এই গার্লফ্রেন্ডের নাম মায়াং প্রাসেটিও। বয়স ২৭। তিনি ছিলেন ইন্দোনেশিয়ার বাসিন্দা। একজন কার্বেট ড্যান্সার। ৫ বছর ধরেই মেলবোর্নে অবস্থান তার। গার্লফ্রেন্ড থেকে স্ত্রী হয়েছিলেন মায়াং। তারা বিয়ে করে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করতেন।