ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি পাকিস্তান
ক্রীড়া ডেস্ক : ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি ওয়ানডের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডের পর শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে মিসবাহ-উল-হকের দল। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে পাকিস্তান মাত্র ২১৫ রান সংগ্রহ করে। জবাবে ৪০ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল চমৎকার। ওপেনিং জুটিতে সরফরাজ আহমেদ ও আহমেদ শেহজাদ ১২৬ রান করেন। ৮২ বলে ৬১ রান করে ডোহার্টির শিকার হয়ে সাজঘরে ফেরেন শেহজাদ। এরপর ৭২ বলে ৬৫ রান করে সরফরাজও প্যাভিলিয়নের পথ বেছে নেন।
এটি ওয়ানডেতে তার প্রথম ফিফটি। তাই ফিফটি শেষে তার উচ্ছ্বাসও ছিল বাঁধনহারা! দুই ওপেনার বিদায়ের পর অধিনায়ক মিসবাহ আর ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত ১৫ রান করে তিনিও বিদায় নেন। কিছুটা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেন আসাদ শফিক। কিন্তু ২৯ রানের বেশি যোগ করতে পারেননি তিনি। এরপর ফাওয়াদ আলমের অপরাজিত ২০ রান পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেওয়ার আভাস দিয়েছিল। কিন্তু একে একে সতীর্থরা বিদায় নিলে তার এই অজেয় ইনিংসটি কষ্টই বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল জনসন। ৪০ রানে ৩ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট নেন রিচার্ডসন, ডোহার্টি, ফকনার ও লায়ান। জবাবে ব্যাটিং করতে নেমে ৭২ রানে ৩ উইকেট হারালেও ম্যাক্সওয়েল ও বেইলির চতুর্থ উইকেটের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৮৫ রান যোগ করেন ম্যাক্সওয়েল ও বেইলি। বেইলি ২৮ রানে ফিরে গেলেও ম্যাক্সওয়েল অর্ধশত রান তুলে নেন। অর্ধশতকের পর ৭৬ রানে থেমে যায় তার ইনিংস। ৮১ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৭৬ রানের ইনিংসটি সাজান মারকুটে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের বিদায়ের পর অসিদের জয় নিশ্চিত করেন ফকনার ও হ্যাডিন। ফকনার ৩৭ বলে ২৬ ও হ্যাডিন ২০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে জুলফিকার বাবর ৫২ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন রাজা হাসান ও মোহাম্মদ ইরফান। ম্যাচ সেরা নির্বাচিত হন ম্যাক্সওয়েল।