এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ শুরু মাসের শেষে
সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এ মাসের শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ শুরু হবে। রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের বিষয়ে আন্ত-মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ জানান।
মন্ত্রী বলেন, রাজধানীর মানুষদের জন্য একটি সুখবর আছে। আর এই সুখবর হচ্ছে, চলতি মাসের শেষ দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সড়ক থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের কাজ শুরু হবে। কবে নাগাদ পদ্মা সেতুর মূল অবকাঠমো নির্মাণের কাজ শুরু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের জন্য তিনটি চালান ইতোমধ্যেই মাওয়া এসে পৌঁছেছে। আরো একটি চালান শিগগিরই এসে পৌঁছাবে। মন্ত্রী ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ঘরমুখো মানুষের পুরোপুরি স্বস্তি দিতে পারলে আরো সন্তুষ্ট হতে পারতাম।