মর্যাদার লড়াইয়ে আস্থার প্রতিদান দিতে পারলেন না মেসি
ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে তিনি মাঠে নামেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে।
তবে প্রত্যাবর্তন সুখকর হয়নি মেসির। পেনাল্টি মিস করেছেন। শেষ পর্যন্ত এর খেসারত দিতে হয়েছে আর্জেন্টিনাকে। আর তাতে ঐতিহাসিক ‘সুপার ক্লাসিকো’তে ব্রাজিল তুলে নিয়েছে ২-০ গোলের ব্যবধানের আত্মবিশ্বাসী জয়।
ক্রিকেটে একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ফুটবলেও তেমনি মিলে যায়, পেনাল্টি মিস তো ম্যাচ মিস! লিওনেল মেসি পেনাল্টি মিস করায় ভক্তরা আঘাতটা বোধ হয় একটু বেশিই পেয়েছেন। কেননা অনেক দূরত্ব থেকে ফ্রি-কিক নিয়ে অসংখ্য গোল করার নজির রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। কিন্তু সুপার ক্লাসিকোতে এসে তার কী হলো?
মর্যাদার লড়াইয়ে আস্থার প্রতিদান দিতে পারলেন না। পেনাল্টি থেকে তার নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন জেফারসন। তবে ব্রাজিলের গোলরক্ষকের হাত থেকে বল ফসকে যায়। দ্বিতীয় বার শট নেওয়ার সুযোগ পান মেসি। এবারও ব্যর্থ তিনি।
ব্রাজিলের জালে বল জড়াতে পারলে আর্জেন্টিনাও ফিরত সমতায়। সেটি আর হলো কোথায়? পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে!
এর আগে ২৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন দিয়েগো তারদেল্লি। এর মধ্য দিয়ে ব্রাজিলের অখ্যাত এই স্ট্রাইকার নতুন করে আলোচনায় আসেন।
এখানেই শেষ নয়, ব্রাজিলের জয়সূচক গোলটিও এসেছে তার পা থেকেই। ৬৮ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়ান তিনি। তাই এশিয়ান সফরে মেসি-নেইমারের মঞ্চে নায়ক বনে যান সেই তারদেল্লি।
বিশ্বকাপের মেসিফাইনালে জার্মানির কাছে বিশাল ব্যবধানে হেরেছিল ব্রাজিল। বিশ্বকাপের পর সেই জার্মানিকে ধসিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুপার ক্লাসিকোতে তাদের চড়তে হলে উল্টো রথে। ব্রাজিলের কাছে করতে হয়েছে পরাজয় বরণ!
ম্যাচের শুরুতে আর্জেন্টিনা ছন্দেই ছিল। কিন্তু সেই ছন্দে ছেদ টেনে দেন তারদেল্লি। আর্জেন্টিনার দুই ডিফেন্ডারের ভুলের সুযোগ নেন ব্রাজিলের এই ডিফেন্ডার। আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে বোকা বানিয়ে গোলের দেখা পান তারদেল্লি।
জাতীয় দলের জার্সি গায়ে এটি তার তৃতীয় গোল। একই ম্যাচে দেখা পেয়েছেন চতুর্থ গোলেরও। ২০০৯ সালের জাতীয় দলের হয়ে অভিষেক হয় তারদেল্লির। কিন্তু তারকাদের ভিড়ে ব্রাজিলের হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে তার।
এদিকে, দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়ে সফলই বলতে হবে কার্লোস দুঙ্গাকে। তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন তিনি।