মহাকাশও সেলফি জ্বরে আক্রান্ত!
ডেস্ক রিপোর্ট : পৃথিবী জুড়েই চলছে সেলফি জ্বর। প্রতিদিন, প্রতি মুহূর্তে সর্বত্র তোলা হচ্ছে সেলফি। সেলফি জনপ্রিয়তা এবার পৃথিবী ছাড়িয়ে মহাকাশে গিয়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মহাকাশচারী আলেকজান্ডার গ্রেস্ট মহাকাশে স্টেশনের বাইরে পদচারণাকালীন সময়ে সেলফি তুলেছেন!
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে এসে একটি পাইপ মেরামতের সময় তিনি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে প্রথমবারের মত স্টেশনের বাইরে সেলফি তুলেন।
সেলফিটিতে আলেকজান্ডার গ্রেস্টের হেলমেটে সূর্যের প্রতিফলন এবং স্টেশনের অংশ দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে এই মহাকাশ সেলফি।