বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » চলে গেলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম

চলে গেলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম 

নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

Piyash-Karim

ড. পিয়াস করিম

পিয়াস করিমের বড় ভাই জহির করিম সাংবাদিকদের জানান, তার ছোট ভাইয়ের মরদেহ দুই দিন হাসপাতালের হিমঘরে রাখা হবে। দেশের বাইরে থাকা তিন ভাই-বোন ফিরলে তাকে কবর দেওয়া হবে।

ড. পিয়াস করিম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন। বিভিন্ন সময়ে টেলিভিশন চ্যানেলে আলোচনায় অংশ নেওয়ায় আলোচিত-সমালোচিত হন তিনি। পিয়াস করিমের বাড়ি কুমিল্লা জেলায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone