সাত খুন : কারা কর্তৃপক্ষকে শোকজ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের আসামি প্রাক্তন র্যাব কর্মকর্তা তারেক সাঈদকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে মামলার ২১ জন আসামিকে আদালতে হাজির করানোর কথা ছিল।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মুহিউদ্দিনের আদালতে র্যাবের প্রাক্তন দুই কর্মকর্তা এম এম রানা ও আরিফ হোসেনসহ অন্যান্য আসামিকে হাজির করা হয়।
প্রসঙ্গত গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয় জনের ও ১ মে আরও একজনের লাশ পাওয়া যায়। মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ভারতের কলকাতায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছে।