সাক্ষ্যগ্রহণ পেছাতে খালেদার আবেদন
নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার কারণ দেখিয়ে দুর্নীতির দুই মামলার শুনানিতে বকশিবাজারের অস্থায়ী আদালতে হাজির হননি বেগম খালেদা জিয়া। সাক্ষ্যগ্রহণ পেছাতে বেগম জিয়ার আবেদনের ওপর শুনানি চলছে।
সোমবার সকালে বেগম জিয়ার পক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। তৃতীয় বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির দুই মামলায় শুনানি চলছে। দুদক এই মামলাটি দায়ের করে। এর আগে গত ২২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদি হয়ে আদালতে সাক্ষ্য দেন। এ দুই মামলায় বেগম জিয়া ছাড়াও তারেক রহমানসহ বিএনপির বেশ কিছু অভিযুক্ত রয়েছেন। গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় অভিযোগ গঠন করে ঢাকা বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়।