৫০ ফুট কাঁকড়া!
ডেস্ক রিপোর্ট : সাধারণত কাঁকড়ার আকৃতি হয়ে থাকে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে বড় কাঁকড়া পাওয়া যায় জাপানে। ‘স্পাইডার ক্র্যাব’ নামের ওই কাঁকড়া ১২ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে এবার যুক্তরাজ্যে একটি কাঁকড়া দেখা গেল, যার আকৃতি প্রায় ৫০ ফুট।
যুক্তরাজ্যের কেন্টের পোতাশ্রয়ের কাছাকাছি সম্প্রতি এক পর্যটকের ক্যামেরায় একটি বিশালাকৃতির কাঁকড়ার ছবি ধরা পড়েছে। ছবিটি প্রথম উইয়ার্ড উইস্টেবল নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে সেটি অনলাইনে ছড়িয়ে পড়ে।
ওয়েবসাইটটির প্রধান কুইনটন উইন্টার জানিয়েছেন, ছবিটি প্রথম দেখে তিনি ভেবেছিলেন এটি কোনো বালুচরের ছবি। তবে তিনি এখন নিশ্চিত যে, এটি একটি বিশলাকৃতির কাঁকড়ার ছবি।
কুইনটন উইন্টার কাঁকড়াটির নাম দিয়েছেন ‘ক্র্যাবজিলা’।
তথ্যসূত্র : ডেইলি মেইল।