বিস্ফোরিত হলো ই-সিগারেট
ডেস্ক রিপোর্ট : ধূপমান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটের ক্ষতিকর নিকোটিন হৃদ্রোগ, ডায়াবেটিসসহ নানা রোগের সৃষ্টি করে। তিলে তিলে ঠেলে দেয় মৃত্যুর পথে। তাই বিজ্ঞানীরা নিকোটিন নিরোধক ই-সিগারেট আবিষ্কার করেছেন। তবে এই ই-সিগারেটই এবার সরাসরি প্রাণ নিতে বসেছিল ডেভিড অ্যাসপিনালের। যুক্তরাজ্যের উইগানের নাগরিক ডেভিড অ্যাসপিনালের ধূমপানের নেশা চেপেছিল।
স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় ই-সিগারেটই টানেন তিনি। সোমবার ই-সিগারেটের সুইচ চাপতেই ঘটল মহাবিপত্তি। অতিরিক্ত তাপে গ্রেনেডের মতো বিস্ফোরিত হলো সিগারেট। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, এতে ৪৮ বছর বয়সী অ্যাসপিনালের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ই-সিগারেটের ধাতব তার পায়ে বন্দুকের গুলির মতো বিঁধে যায়। এ ছাড়া এ ঘটনায় তার ফ্ল্যাটেও আগুন ধরে যায়। বিস্ফোরণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে অ্যাসপিনাল বলেন, ‘এটি আমার হাতে থাকা অবস্থায় জ্বলে উঠল। আমি ফেলে দিলাম এবং এটি আমার পায়ের কাছে বিস্ফোরিত হলো। মুহূর্তেই রক্তে মেঝে ভরে গেল। আমার এক পায়ে একটি গর্ত ও অন্য পা ক্ষতবিক্ষত হয়ে গেল। আমার মনে হচ্ছিল, শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি খুব কষ্টে প্রতিবেশীর দরজায় কড়া নাড়লাম। তারাই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে।’ অ্যাসপিনাল আরো বলেন, ‘জ্বলে ওঠার পর ই-সিগারেট হাতে থাকলে আমার মাথা উড়ে যেতে পারত।’ এ দুর্ঘটনার পর অ্যাসপিনালকে তিন বছর ‘স্কিন ট্রিটমেন্টের’ মধ্য দিয়ে যেতে হবে।