ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ঢাকায়
স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ঢাকায় পা রেখেছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনি বিমান বন্দরে পৌঁছান।
বাংলাদেশে শচীনের বন্ধু লুৎফর রহমান বাদলের ক্লাব লিজেন্ড অব রূপগঞ্জের লোগো উম্মেচনের জন্য একদিনের ঝটিকা সফরে তিনি বাংলাদেশ এসেছেন।
গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমান বাদলের সঙ্গে শচীনের ভালো বন্ধুত্ব রয়েছে।বাদলের স্বপ্ন ছিল বন্ধু শচীনকে দিয়ে ক্লাবের উদ্বোধন করাবেন। শচীনের আগমনে বাদলের সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে।
বাদলকে শচীন আগেই কথা দিয়েছিলেন ক্লাব করলে তিনি ঢাকায় আসবেন। সেই কথা রাখতেই শচীন ঢাকায় এসেছেন।
বিকাল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শচীন লিজেন্ট অব রুপগঞ্জের লোগো উন্মোচন করবেন। অনুষ্ঠানে আইসিসির সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল উপস্থিত থাকবেন। এর আগে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কার্যক্রমে অংশ নেবেন তিনি।
Posted in: খেলা