বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আইসল্যান্ডের কাছে হার নেদারল্যান্ডসের

আইসল্যান্ডের কাছে হার নেদারল্যান্ডসের 

স্পোর্টস ডেস্ক :  ২০১৬ ইউরো কোয়ালিফায়ারে ফের হার নেদারল্যান্ডসের। মঙ্গলবার আইসল্যান্ডের কাছে ২-০ গোলে হারেন রবিন ভ্যান পার্সি-রবেনরা৷ প্রথমার্ধেই সোয়ানসিয়ার মিডফিল্ডারের জোড়া গোলে হার হজম করতে হয় ডাচদের৷

ice land

প্রথমার্ধে জিলফি সিগার্ডসনের জোড়া গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি ডাচরা৷ রবেনদের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে চার ম্যাচের তিনটেতেই হেরেছে গাস হিডিঙ্কের দল৷ ২০১৪ বিশ্বকাপের অন্যতম সফল এই দলের হাল দেখে শঙ্কিত ফুটবলবিশ্ব৷ অন্যদিকে বিশ্বকাপে অল্পের জন্য টিকিট না-পাওয়া আইসল্যান্ড ২০১৬ ইউরো কোয়ালিফায়ারে দারুণ ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে তুরস্কের বিরুদ্ধে জেতার পর লাটভিয়া ও নেদারল্যান্ডসকে হারায় তারা। এ নিয়ে ১১ বারের সাক্ষাতে ডাচদের বিরুদ্ধে এটাই প্রথম জয় আইসল্যান্ডের।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone