বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » লাইফ স্টাইল » সুখী থাকার ৮ টি সহজ উপায়

সুখী থাকার ৮ টি সহজ উপায় 

লাইফস্টাইল ডেস্ক : নিজ নিজ জীবনে সবাই সুখে থাকতে চায়। কেউ পারে আবার জীবনের বিভিন্ন ধরণের জটিলতার জন্য কেউ পারেনা। কিন্তু জীবনে যতোই জটিলতা থাকুক না কেন আমাদের সুখী হতেই হবে কারণ আমাদের জীবনটা অনেক ছোট। প্রতিটি মানুষ তার বেক্তিগত জীবনে সুখী থাকতে চায়, চলুন তবে জেনে নেই খুব সহজ কিছু উপায় যা পালন করলে আপনি সুখী থাকবেন।

smile

নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে করুন

ভাবুন এবং নিজের মনমানসিকতা এমন ভাবে তৈরি করুন যে আপনি নিজেই নিজেকে ভাববেন যে আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুখী থাকতে সবচাইতে প্রয়োজনীয় জিনিস হল নিজেকে বিশ্বাস করুন কখনো নিজের সাথে কোণ ধরণের অন্যায় করবেননা।

নিজেকে কখনো দোষ দেবেন না এবং অন্যকেও না

নিজের উপর কখনো দোষ দেবেন না। কখনো যদি কোনো ভুল করেও থাকেন নিজেকে বুঝানোর চেষ্টা করুন যে ভুল হতেই পারে সামনে আর ভুল করবেননা। আর কখনো অযথা অন্নের উপর দোষ দেবেন না।

হতাশ না হয়ে নিজের ভাগ্যকে বিশ্বাস করুন

আমাদের জীবনে অনেক ধরনের শখ আল্লাদ থাকে, কিন্তু সব শখ কি কখনো পূরণ হয়? জীবনের সব শখ কখনোই পূরণ হয়না। তা নিয়ে হতাশ হওয়ার কোণ কারণ নেই। নিজের ভাগ্যের উপর সব ছেড়ে দিন। ভাবুন যে আপনি জীবনে যা যা পাবেন তা আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার।

আজে বাজে চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন

কথায় আছে অলস মস্তিস্ক শয়তানের ভাণ্ডার! তাই নিজেকে আজে বাজে চিন্তা ভাবনা থেকে দূরে রাখুন। জীবনে কষ্ট থাকবেই এর জন্য যে সারাক্ষণ কষ্ট আর বাজে চিন্তা নিয়ে পড়ে থাকবেন তা ঠিক নয়। তাই সব ধরণের বাজে চিন্তা থেকে দূরে থাকুন সুখী থাকবেন।

ক্ষমাশীল হন

ক্ষমাশীল হওয়া জীবনের সবচাইতে বড় গুণ। যখন নিজের অপরাধ ও অন্নের অপরাধ ক্ষমা করে দিতে পারবেন তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ।

সবাইকে সাথে নিয়ে সুখী থাকার চিন্তা করুন

শুধু নিজেকে সুখী রাখলে হবেনা। সবাইকে সাথে নিয়ে সুখী হতে হবে। নিজের পরিবারেতো সুখী হতেই হবে এবং পাশাপাশি আপনি বিবাহিত হলে আপনার স্বামী/ স্ত্রী , সন্তান সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। অনেক সময় যখন আপনার সাথের মানুষ গুলো ভালো থাকবে তখন আপনি নিজেও ভালো থাকবেন।

শারীরিক ভাবে সুস্থ থাকুন

শারীরিকভাবে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরী। প্রচুর পরিমাণে পানি পান করুন, বাইরের খাবার ত্যাগ করুন, মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নিন। আপনি নিজেই ভালো বুঝেন কি করলে আপনার শরীর ভালো থাকবে সুতরাং আপনি তাই করুন।

মানুষকে সাহায্য করুন এবং উৎসাহ দিন

আপনি কাউকে কখনো সাহায্য করলে নিজেই খুব ভালো অনুভব করবেন। সাহায্য যত বরই হোক অথবা ছোট তা আপনাকে মানসিক ভাবে শান্তি দিবে। এবং আপনার কাছের মানুষ গুলোকে যে কোণ কাজের জন্য উৎসাহী করুন। সবাই খুশি হবে আর আপনিও ভালো থাকবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone