হত্যাকারী নার্স!
ডেস্ক রিপোর্ট : নার্সের কাজ রোগীর সেবা করা। তবে ইতালির এক নার্স এ ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। সেবা তো দূরে থাক, এ পর্যন্ত ৩৮ জন রোগীকে হত্যা করেছেন তিনি। কারণ তেমন কিছুই না, ওই সব রোগীকে সেবা করতে গিয়ে বিরক্তিকর মনে হয়েছে তার কাছে। ড্যানিয়েলা পোগিয়ালি নামের ওই নার্সকে সম্প্রতি উত্তর ইতালির লুগো থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সম্প্রতি ৭৮ বছর বয়সী এক রোগী নিয়মিত চেকআপের অংশ হিসেবে পোগিয়ালির হাসপাতালে আসেন। তবে অপ্রত্যাশিতভাবে মারা যান তিনি। খোঁজ নিয়ে জানা যায়, ওই বৃদ্ধকে বিষাক্ত পটাশিয়ামের ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। আর এ কারণেই পোগিয়ালিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পোগিয়ালির বিরুদ্ধে ৩৮ রোগীকে হত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তারা। ওই সব রোগীর প্রত্যেককেই বিষাক্ত পটাশিয়ামের ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। সংবাদ সংস্থা সেন্ট্রাল ইউরোপিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোগিয়ালি ওই ৩৮ রোগীকে হত্যা করেছেন, কারণ ওই সব রোগী কিংবা তাদের পরিবারকে তার কাছে বিরক্তিকর মনে হতো।
তথ্যসূত্র : ডেইলি মেইল।