চার বছর আগে মারা যাওয়া এক হজযাত্রীর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্কঃ মক্কা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মুজদালিফায় চার বছর আগে মারা যাওয়া এক হজযাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
মক্কা পুলিশের মুখপাত্র কর্নেল আতি আল হুছাইরী গত রোববার স্থানীয় পত্রিকা আরব নিউজকে এ তথ্য জানান।তিনি বলেন, লাশটি স্থানীয় হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার পর জানা যায় এটি প্রায় চার বছর আগের কোনো এক হজযাত্রীর।এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে ওই হজযাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Posted in: আর্ন্তজাতিক