অবশেষে জয় পেল ক্রিস্টিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্কঃ অবশেষে জাতীয় দলে হয়ে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জয় পেল তার দল পর্তুগালও।ইউরো বাছাইপর্বের খেলায় ডেনমার্ককে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। আবার পর্তুগালের কোচ হওয়ার পর প্রথম জয়ের মুখ দেখলেন ফার্নান্দো সান্তোস।
গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য কাটে! দুই দলের কেউ গোলের দেখা পায়নি। তবে আক্রমণ-পাল্টা আক্রমণের মহড়া বসাতে ভুল করেননি দুই দলের খেলোয়াড়রা।গোল আদায়ে একে একে সবাই ব্যর্থ। কিন্তু ব্যতিক্রম ছিলেন সেই রোনালদো। বিশ্বসেরা ফুটবলার হওয়া সত্ত্বেও পর্তুগালের প্রাক্তন কোচ পাওলো বেন্তোর দলে অপাঙ্তেয় হয়ে ওঠা রোনালদো পর্তুগালের পক্ষে একমাত্র গোলটি করেন ম্যাচের ৯০ মিনিটে। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেউল্লেখ্য, ডেনমার্কের বিপক্ষে করা গোলটি রোনালদোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এটি জাতীয় দলে তার ৫১তম গোল।