ইতালির উদেশ্যে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ দশম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলনে অংশ নিতে চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টা পাঁচ মিনিটে ইতালি রওয়ানা হয়েছেন।প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ১০টা ৫ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে। মন্ত্রিসভার সদস্যরা আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি জানিয়েছেন, ৫০ সদস্যের সরকারি প্রতিনিধি দল নিয়ে মিলানের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।
স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে এ ফ্লাইটটি মিলান মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ অক্টোবর শীর্ষ সম্মেলনে ‘এশিয়া পার্টনারশিপ ইন এড্রেসিং গ্লোবাল মেটার্স ইন এন ইন্টার-কানেকটেড ওয়ার্ল্ড’ শীর্ষক ভাষণ দেবেন। তিনি অন্য নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি, গ্রিসের প্রধানমন্ত্রী এন্তোনিও সি সামারাস, সুইডেনের স্টিফেন লফভেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। তিনি মিলানে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায়ও যোগ দেবেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। বাংলাদেশ ২০১২ সালে ৫১ সদস্যবিশিষ্ট আসেম-এর সদস্যপদ লাভ করে। এর মধ্যে ২৯টি সদস্য দেশ হচ্ছে ইউরোপের। আর এশিয়ার সদস্য দেশ হচ্ছে ২০টি। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান সচিবালয়ও আসেম-এর সদস্য। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি), দুর্যোগ ব্যবস্থাপনা এবং এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ সমপ্রসারণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর আলোকপাত করবেন। মন্ত্রী বলেন, আসেম শীর্ষ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইউরোপীয় দেশগুলোর কাছে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সক্ষম হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted in: জাতীয়