বাজারে আসছে উড়ন্ত গাড়ি
ডেস্ক রিপোর্টঃ প্রতিদিন যানজটে কর্মঘন্টা নষ্টের হিসাব যারা রাখেন তাদের জন্যে এটি নিঃসন্দেহে সুসংবাদ। প্রথমবারের মতো ২৯ অক্টোবর বাজারে আসছে উড়ন্ত গাড়ি। উড়ন্ত গাড়ি উদ্ভাবনের বিষয়ে গত ২০ বছর ধরে একটানা কাজ করেছেন স্টিফেন কেলিন।
অ্যারোমোবাইলের প্রধান প্রকৌশলী ও সহ-প্রতিষ্ঠাতা কেলিন পরীক্ষামূলকভাবে ‘অ্যারোমোবাইল ২.৫’ নামে মডেলের একটি উড়ন্ত গাড়ি বাজারে এনেছেন। এই গাড়িটি সফলভাবে টেক-অফ এবং ল্যান্ডিংয়ে সফল।
এরই ধারাবাহিকতায় চূড়ান্তভাবে ‘অ্যারোমোবাইল ৩.০’ আগামী ২৯ অক্টোবর বাজারে আসছে। অস্ট্রেলিয়াতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বাজারে উড়ন্ত গাড়ি আনতে চলেছেন কেলিন।
১৯৯০ সাল থেকে উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপদানের কাজ করছে অ্যারোমোবাইল। দৈনন্দিন যানজট থেকে মুক্তি পেতেই আসে উড়ন্ত গাড়ির ধারণা।