গ্রেফতারি পরোয়ানা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
বুধবার তার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। হাজির না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
এর আগে গত ২ অক্টোবর অ্যাডভোকেট শাহ আলম বাদী হয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন।
আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ছিলেন। সম্প্রতি মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করা হয়।