জুকারবার্গের ২.৫ কোটি ডলারের সহায়তা ইবোলা মোকাবিলায়
ইন্টারন্যাশনাল ডেস্কঃ মরনব্যাধি ইবোলার মোকাবিলায় আড়াই কোটি ডলার সহায়তা করার ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।
মঙ্গলবার ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা ব্যক্ত করেন জুকারবার্গ।
জুকারবার্গ বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান প্রাণঘাতী ভাইরাস ইবোলা প্রতিরোধে এই সাহায্য দিবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৯৩ কোটি ৫০ লাখ টাকা।
‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফাউন্ডেশন’-এ বিপুল এ অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ওই পোস্টে জুকারবার্গ লিখেছেন, স্বল্প সময়ের মধ্যেই আমাদের ইবোলা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। যাতে এ সংক্রমণ আর ছড়াতে না পারে এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত না হয়।
সূত্র: রয়টার্স